* টাকা উড়ছে *


পেটের ভিতর ক্ষিদের জ্বালা খুঁড়ছে
কথায় আছে কলকাতার রাস্তায় টাকা উড়ছে।
ঘুড়ি ধরতে গিয়ে দৌড়ে সুতো ধরেছ
উড়ন্ত টাকাগুলো আজ‌ও কি পেয়েছ?


বেসামাল হয়ে টাকার পেছনে ভেগেছ
ঘুমের ঘরেই কি টাকা ওড়া দেখেছ!
যতটা দরকার প্রত্যাশা তার চেয়ে ছাপিয়ে
উড়ন্ত টাকা কুঁড়াতে তুমি গেছ হাঁপিয়ে।


বৈভবের জালে আজ দিশেহারা
জীবন সম্পদ ভুলে,উড়ন্ত টাকার খোঁজে ঘরছাড়া
সহজ,সরল,সোজা পথে টাকা হতে পারে সীমিত
গরীবের দুঃখ গুছাতে উড়ন্ত টাকা হোক ভূমিতে পতিত।।


           কলমে- সজীব পাল