স্বরবৃত্ত :৮+৬


বাবা মানে মাথার উপড় ভরসার এক আকাশ,
বাবা মানে দৃঢ় কোমল স্নিগ্ধ সুখের বাতাস।
বাবা মানে মায়ার বাঁধন কবু নাহি চিড়ে,
বাবা মানে সুখের তরী ভাসলে দুখের নীড়ে।
বাবা মানে হৃদয় জুড়ে অনেক ভালোবাসা,
বাবা মানে দিনের শেষে একটু মলিন আসা।
বাবা মানে আকাশ ভরা ঝিলিমিলি তারা,
বাবা মানে কাব্যের কবি সংগ্রামী এক ছড়া।
বাবা মানে বীরের সেনা হারতে নাহি রাজি,
বাবা মানে নীল দরিয়ার উদাসী এক মাঝি।
বাবা মানে ভারি শাষণ বাবা মানে হাসি,
বাবা তোমায় হৃদয় ভরে অনেক ভালোবাসি।