আজি এ ভোরে
নগর থেকে নগরে
বিরহী কোকিলের সুরে।
ভেসে আসছে আমার ভাইয়ের
রক্ত স্রোতের ঘ্রাণ,
চির অম্লান! চির অম্লান!
সালাম,জব্বার,বরকত,শফিকুর রহমান।