ঢেউ এসেছে কূল ভেঙ্গেছে
ভাঙ্গছে মোদের বাড়ি,
বর্ষা এলে জলের তলে
রাস্তা গেলো ছাড়ি।

ক্যামনে যাবো গঞ্জে মোরা!
ক্যামনে যাবো স্কুলে,
ছয়টি মাস যে জলের তলে
রাস্তা গেলো চলে।

কেউ দেখেনা এই বেদনা
মরছি জলে ডুবে,
মোহনগঞ্জের গাগলাজুরে
রাস্তা কি আর হবে।