তুমি আঁখি জলে ভাসবে না কবু
কথা দাও ওগো কথা দাও মোরে,
কোথা কবু যাবে নাকো তুমি দূরে
কথা দাও ওগো কথা দাও মোরে।।

এ হাতে রেখে হাত ইচ্ছের ডানা মেলো
ওগো প্রেয়সী মোর একটু আঁখি ফেলো
ভালোবেসে খানিক হেসে আপন করে
কোথা কবু যাবে নাকো তুমি দূরে
কথা দাও ওগো কথা দাও মোরে।