ফুল ফুটা এ ভোরে
কোকিলের স্নিগ্ধ সুরে
বিষণ মনেপড়ে
এ পথে তোমার
হেঁটে আসার আওয়াজ।

পথের ধারে, ধুলোয়
চাপা পড়ে গেছে
তোমার পদচিহ্ন।
পাখির কিচিরমিচির
ডাকে মনে হয়
তুমি যেন ফিরে আসছো
অভিমানের দেয়াল ভেঙ্গে।

মনেপড়ে তোমার
মনোরম চোখের কথা।
মনেপড়ে মুচকি হাসি,
দেয়ালে দেয়ালে রক্ত দিয়ে
লিখে দেবো তোমায় ভালোবাসি।