একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে।
আর মাত্র বিশ মিনিট পর পাল্টে যাবে ক্যালেন্ডারের পাতা।
হারিয়ে যাওয়ার যন্ত্রনা টা খুব তীব্র হয়।
হয় প্রচণ্ড যন্তণাকর।
জীবন থেকে চলে গেলো একটি বছর।
যাকে ফিরে পাওয়া সম্ভব নয়, যেমনটা সম্ভব হয়না ভেঙে যাওয়া নদীর কূলকে ফিরে পাওয়া।
কত আবেগ কত মায়া পড়ে আছে প্রতিটা মুহূর্তে। এক নিমিষেই ঝড়ে যায় দিয়ে যায় নতুনত্বের সন্ধান।
আমরা নতুন পেয়ে পুরনো কে ভুলে যায়।
নতুনত্ব যেমন জায়গা করে নেয় আমাদের মনে, তেমনি পুরনোও রয়ে যায় আমাদের নতুনত্বের কোণে।
কেমন হয় হারিয়ে যাওয়ার সময় টা?
এই সময়টাতেই অনুভূত হচ্ছে আমার!
আপনাকে হারিয়ে ফেলার বিষণ ভয় ছিল কিন্তু হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক।
বছর ফুরিয়ে গেলে ক্যালেন্ডার পাতা তো উল্‌টাইবে।
হঠাৎ আপনা কেই মনে পড়ে গেলো তাই তো লেখার মোড় ঘুরে গেলো আপনাআপনি।
আসলে হারিয়ে যাওয়া মানেই তো আপনি, সেটা হোক কোন সময় বা বছর।