একবার বসন্তের গাঁ ঘেঁসে দাড়িয়েছিলাম,
বলেছিলাম ‘উড়ে যাও কাকাতুয়া ’।
দেখে মনে হয়েছিলো শস্য শূন্য দিগন্তের মাঠে—
কাকবুকে দাড়িয়ে থাকা এক কাকতাড়ুয়া আমি।
বড্ড নির্জন মাঠ! খাঁ খাঁ রোদ এসে জমেছে চিবুকে,
হঠাৎ মাথার উপর দিয়ে উড়ে গেলো একটা দাঁড়কাক!
ডেকেছি অনেক তাকে,—
‘ এসো, বসো; দেখো এই নির্জনতার গল্প বলি আমি।’
না, সে আসেনি;—
হয়ত আর আসবেই না কখনো।
শস্য ভরা মাঠে নামতেই তাঁকে কটাক্ষ করেছি অজস্র বার,
আজ নিঃসঙ্গ!
সময় বোঝা বড় দায়, —
কাল সে আজ আমি নিঃসঙ্গ আর অসহায়!