মানুষ পড়ে গেলে ব্যথা পায় ,
সে ব্যথা কোন একদিন ঠিক হয় ।
তোমার প্রেমে পড়ে, আমিও ব্যাথা পেয়েছিলাম ,
তোমার প্রেম আমার জীবনে এর বেশি কিছু নয় ।


চারশ তেপ্পান্ন পাতা পড়ার পর ,
উপন্যাসের শেষের পাতাগুলো দেখি আর নেই ।
দীর্ঘ সাত বছর ভালোবাসার পর বিদায়ে –
তেমনি ভুলে যাব আমি, সেই তোমাকেই ।


একটা,দুইটা,তিনটা গুলি লাগে না,
অহংকারী তোমাকে পৃথিবীর বাইরে পাঠাতে ।
তোমাকে চাইলেই মরণ দিতে পারি ,
সামান্য গোলাপের ছোট্ট কাঁটাতে ।


কখনো চাইনি এখনো চাই না ,
তোমার পৃথিবীতে নেমে আসুক প্রলয় ।
আমার চোখের ইশারায় বিচূর্ণ হবে ,
তোমার সাজানো সুখের আলয় ।


যদি আর বাঁধতেই না পারি তোমায় ,
আমার হৃদয়ের ক্যানভাসের ফ্রেমে ।
তবে , আত্মঘাতী প্রেমিক হব ,
সত্যি মরে যাব তোমার প্রেমে ।


বি দ্র :  মাতাল কবির কবিতা , তবে কবি মাতাল না । কবিতায় মাতাল । :p