বোকা মেয়েটা ,
আমায় ভালোবাসে ।
আমার দেওয়া বেদনাতেও,
না বুঝেই হাঁসে ।


কথায় কথায় সে ,
ধরে আমার হাত ।
টেলিফোনে কথা বলতে,
চায় সে সারা রাত ।


যখনই বলে,তখনই যেন,
দেখা করতে হবে ।
যদি দেখা নাইবা করি,
কিছু খাবে না তবে ।


শিউলি ফুলের মালা গেঁথে,
পড়ায় আমার গলে ।
কোন কথার বনিবনায় ,
ঝাপ দিতে চায় জলে ।


বোকা মেয়েটা,
সত্যিই আমায় ভালোবাসে ।
যতই তারে দূরে সড়াই ,
আরো সে কাছে আসে ।


আমার যত প্রিয় বই ,
সব জমিয়ে রাখে ।
বইয়ের পাতায় লিখে দেয়-
'বইটা তার,ভালোবাসি যাকে' ।


একদিন দেখা না হলে ,
সে উতলা হয় যে কত !
কোথায় ছিলে ?কেমন ছিলে ?
প্রশ্ন করে শত ।


প্রতিজ্ঞা করায় আমায়-
কখনো যেও না ছেড়ে ।
যদি কখনো যেতেই হয় ,
আমায় যেও মেরে ।


বোকা মেয়েটা ,
আমায় খুব ভালোবাসে ।
আমিও তাই থাকতে চাই,
বোকা মেয়েটার পাশে ।