তার সাথে আমার ওসব,
হয়নি তেমন কিছুতেই ।
তার তিলটি আজো ভুলি নি,
যা আছে কোমরের নিচুতেই ।


হয়নি আমাদের মাঝে,
যুগল যুগলির বসবাস ।
আমার বাহুতে আজো পাই,
তার স্নিগ্ধ কায়ার সুবাস ।


ঠোঁটে ঠোঁট লেগেছিল কিনা,
তা আজ আর মনে নেই ।
উষ্ণতায় আজো ঠোঁট কাঁপে ,
দায়ী করব সেই তোমাকেই ।


আমরা হয়ত তেমন ভাবে ,
কাউকে দেখি নি ছুঁয়ে ।
পিঠে যেন কার খামচির দাগ,
যুগে যুগেও যায় না ধুয়ে ।


তার সাথে আমার অন্যসব ,
হয়নি তেমন কিছুতেই ।
তার সে তিলটিও ভুলি নি ,
যা আছে পিঠের ঠিক নিচুতেই ।


তার সাথে ছিল আমার ,
অদ্ভুত এক গোপন প্রেম ।
ছবি তুলেছিল কোন ফটোগ্রাফার ,
শুধু ক্যামেরায় ছিল না ফ্রেম ।