পঁচিশ বসন্ত পার হল তবু
আজও পেলাম না কোন বাসন্তীর দেখা ।
বসন্তের সুভাসে শিহিরিত আমি,
বসন্ত শেষে তবুও বড় একা ।


নিলীন হয়ে বসন্ত আসে আর চলে যায়
পালকের মত ফেলে রেখে যায় স্মৃতি ।
ভেবে যাই হয়ত এ বসন্তে আসবে প্রেম ,
নিভৃতে আসে না ভালোবাসা কিংবা প্রীতি ।


কত ভালোবাসা বসন্তের রঙে
রাঙায় ভূবন যেমন সাজায় জড়োয়া ।
বসন্তের রঙে কতজনা রঙিন ,
তবু আমায় দেয় না ম্রিদু ছোঁয়া ।


শিমুল ,পলাশে রাঙিয়ে দিতে ,
বসন্ত চলে আসে দ্বারে ।
পঁচিশ বসন্ত পার হল তবু
বাসন্তী বলে ডাকি কারে !


বাসন্তী আসুক কিংবা না আসুক
উন্মীলীন বসন্ত এসেছে ভূবনে ।
বাসন্তীরা সব ভালো থাকুক ,
আমি নিশ্চল একলা মন পবনে ।


পঁচিশ বসন্ত পার হল তবু
আজও পেলাম না কোন বাসন্তীর দেখা ।
বাসন্তী তুমি যেখানেই থাকো
এ কবিতা শুধু তোমাকে নিয়ে লেখা ।