সবই তো আমার দোষ ,
যা করেছি আর যা করিনি ।
সবই তো আমার ভুল ,
কেন অন্য কারো প্রেমে পড়িনি।


আকাশ মেঘলা হলে ,
কিংবা ফেটে পড়লে রোদে ।
আমার দেওয়া টবের চারায় ,
কেন ফুল ফোটে না ছাঁদে ।


তোমাকে ছুঁয়ে দিলে দোষ ,
দোষ, একসাথে পথ চলায় ।
তোমাকে নিয়ে লেখা কবিতায় ,
তোমায় স্বপ্ন দেখেলেও দোষ বেলা-অবেলায় ।


দোষ ,কেন এতো কাছে আসি ,
কেন এতো শুধু ভালোবাসি ।
আমার কান্না ভরা দোষ ,
আর শত দোষে ভরা হাসি ।


দোষ,তোমার কথার সাড়া দিলে ,
কিংবা কোন কথাই না বললে ।
আরো দোষ আবেগহীনতায় ,
অথবা আবেগের মাঝে গললে ।


রুপের প্রশংসা করলে দোষ ,
আর যদি নাইবা তাকাই ।
তোমার কোন দোষ নেই,
সব দোষ আমার একলাই ।


যত দোষই থাকুক আমার ,
সবই তোমায় ভালোবাসি বলে ।
ভালোবাসার দোষ কয়লার মত ,
ময়লা ধুলেও যায় না জলে ।