হে শ্রমিক ভাই আমার –
আমরা আজ সবে এক হয়েছি,
আমরা আজ সবে মিলে হয়েছি পাহাড়।
এ পাহাড় দুর্বার,এ পাহাড় অগ্নির,
এ পাহাড়ের বুকে ঝর্ণা নেই,শুধু অগ্নিপাত।


হে শ্রমিক ভাই আমার –
এসো সাম্যের হাতে রাখি হাত,
এসো ধূসুর ব্যাথার সমূদ্দুরে ভেসে যাই,
উড়ে যাই মুক্ত বিহঙ্গের মতো,
ছড়িয়ে যাই – মুক্ত বাতাসে।
দেখো শ্রমিক,দেখ যুবা,
ঐ দূর আকাশে আজ মুক্তির ডাক।
আর হতাশা নয়,নয় লাঞ্ছনা,
যারা ভাবে পাশব আমরা-
এসো আজ দেখাবো তাদের ভয়াল রদ।


হে শ্রমিক ভাই আমার –
আজ হাতে রাখব সবে হাত,
অনেক করেছি বিলাপ আর আর্তনাদ,
অনেক সয়েছি, যতটুকু যায় না মানা,
তবু থামেনি জুলুম,বেড়েছে চিলের ডানা।
হে শ্রমিক ভাই আমার –
চলে এসো,এখনি চল-
আমরা সবে মিলে তুফান গড়ি,
বজ্রপাতে ভেঙ্গে দেই-
সব জালিম জানোয়ারের ডানা।
আমরা উন্মাদ, আমরা সাইক্লোন
আমরা হিংস্র হয়ে করব আঘাত
ঐ জালিম পাষাণদের পাঁজরে।
হে শ্রমিক ভাই আমার –
চলে এসো, চলে এসো,আমার বিশ্বাস তুমি আসবেই।