আজ আমার আসার কথা ছিল
হয়ত তুমি আমার পথ চেয়ে আনমনে বসে ছিলে ।
তুমি শুনে হয়ত অবাক হবে ,আজ-
প্রত্যাগত এই আমি , ইচ্ছে করি আসি নি ।


তুমি আমায় আজ বিকেলে ডেকেছিলে
কথামালা নিষ্কর তাই কথা দিয়েছিলাম আসবো ।
তুমি শুনে হয়ত অবাক হবে , আমি-
ইচ্ছে করেই নিলাজ হয়ে সে কথা রাখি নি ।


হয়ত, অঞ্জন চোখে বসে ছিলে গায়ে জড়িয়ে
আমার প্রিয় গাড় নীল রঙের শাড়ি আর
কালো টিপে ভালো লাগে তোমায় তাই ছোট টিপে ।
তোমার কোমল ঠোঁটে কিছু না ছোঁয়াতেই অরুণিমা যেন-
সদ্য ফোটা গোলাপের পাপড়ি আর হাতে রঙিন কাঁচের চুড়ি ।
তোমার দীর্ঘ কালো কেশ হয়ত আজ খোলাই ছিল
আর দখিনা হাওয়ার গুঞ্জরনে হয়েছিল কিছুটা উদাস ।


খোলা চুলে তোমায় ভালো লাগে শুনে,
আর কখনো তোমার চুল বাঁধা দেখি নি ।


আজ আমার আসার কথা ছিল
আমি জানি, তুমি আমার অপেক্ষায় ছিলে এভাবেই ।
তুমি শুনে হয়ত অবাক হবে, আজ আমি-
পথে নেমে পথিক হয়েও , তোমার পথে আজ আসি নি ।


তোমার এই পথ চেয়ে বসে থাকা ,আমার কাছে মধুর লাগে,
হয়ত কখনো আমার মতো , বসে বসে কাঁদবে তুমি খুব নীরবে ।
আসবো আমি হঠাৎ করেই তোমার কাছে খুব আবেগে ,
আগের মত জড়িয়ে ধরে, সত্যিই হয়ত অবাক হবে ।