হয়ত , এভাবেই মানুষ হারিয়ে যায়
যেমন করে তুমি হারালে ,
উপহার দিয়ে দুঃখ রাশি
ভালোবাসা গেল চির আড়ালে ।


হয়ত ,এভাবেই হারাতে হয়
ভরা জ্যোৎস্নাকে একা ফেলে ,
নষ্ট নীড় ভেঙ্গে দিয়ে
উড়ে যেতে হয় ডানা মেলে ।


দিন চলে যায় রাতের ইশারায়
তবু ফেলে রাখে তার ছায়া ,
হারাবেই যদি কেন তবে
ভালোবাসা জড়িয়ে মায়া ।


কখনো ভাবি নি হারাবো তোমায়
হারাতে হবে তোমার পরশ ,
নয়নাভিরাম তুমি-ই ছিলে
এই জীবনের ভিন্ন চরস ।


হয়ত , আমিও হারাবো একদিন
যেমন নদী হারায় সাগরে কুল ,
সেদিন কি তুমি খুঁজবে আমায়
যদি জানো জীবনে - হারানোই ভুল ।