আমি চিরকাল পথে হেঁটেছি বৃষ্টিতে ভিজে,
ভেবেছি কেউ একজন নির্বেদ নয়নে,
আমার অপেক্ষায় , আমার পথে একাগ্রচিত্তে-
ছাতা হাতে দাঁড়িয়ে থাকবে ।
কেউ থাকে নি , শুধু উদাস হয়ে পথে হেঁটেছি –
বৃষ্টিতে ভিজে ভিজে একা ।


কতকাল রৌদ্রদগ্ধে পুড়েছে আমার কায়া
ভেবছি কেউ একজন যৌপ্তিক কাল শেষে,
রুমাল হাতে , হাত বাড়িয়ে বলবে -
বড্ড ঘেমে যাচ্ছ আজ কাল !
কেউ বাড়ায় নি হাত , শুধু –
এ অঙ্গার হৃদয় পুড়ে হয়েছে কন্দর ।


কনকনে নিষ্ঠুর শীতকে সঙ্গী করে
আমি হেটে চলেছি একা কুয়াশায় পথে,
ভেবেছি কেউ একজন নৈরাশ্য বিস্ময়ে
ভালোবাসার নীরন্ধ চাদরে মুড়ে বলবে আমায় -
তোমার বুঝি শীতও লাগে না !
কেউ বলে নি , শুধু দীর্ন শীতে
শীতার্ত খুঁজে ফিরি অলোকসুন্দর ভালোবাসা ।


অদেখা আনন ভেবে গান লিখেছি
কখনো করা হয় নি কোন গানের সুর ।
ভেবেছি কেউ একজন ভালোবাসার সুর মেলাবে
কিন্নর কণ্ঠে গাইবে আমার সে গান ।
কেউ গায় নি ভালোবেসে , শুধু গান লিখেছি
কেউ মেলায় নি কোন ভালোবাসার সুর ।


আমার ঘরের দরজা খোলা রেখে কত নির্ঘুম রাত
পার করেছি একা একা কারো প্রতিক্ষায় ।
ভেবেছি কেউ একজন মাঝরাতে দুয়ারে কড়া নাড়বে
অভিমানী সুরে বিবিক্ষু নয়নে
খুব কাছে এসে বলবে – এখনো ঘুমাও নি ?
বিবশ রজনী কত পার হল- কেউ বলে নি আজও ।


আমার কখনই কেউ ছিল না,
তবু ভেবেছি – কেউ একজন আছে ।
অসূর্যম্পসশ্যা কেউ একজন
যে দূর থেকেও, হৃদয়ের খুব কাছে ।


- মাতাল কবি