বারিষ আমার চোখের তারায়,
ছন্দে আকে তোমার ছবি।
রে অচেনা, দুর্গম পথে,
তুই কি আমার সঙ্গী হবি।
এমনি এক বাদল দিনে,
তোমাতে পরেছিনো ধরা।
উপেক্ষা ঝর ঝঞ্জা,
গুধলী তব সাজে ভরা।


কোনো এক নদীর ধারে,
জল তরঙ্গে শুনতে পাওয়া।
কলকল ধ্বনীতে নুপরের কলতান,
না চকিতে তোমায় খুঁজে যাওয়া।
আজ খেলিছে সখী উন্মাদনা,
ধরার পানে বহিছে বৃষ্টি।
তোমায় আকি কল্পনাতে,
মন খুঁজে পেতে চায় দৃষ্টি।