মর বাঙালি মর ,
মরার জন্যইতো আইছস ,
কেউ আজকা মর , কেউ কালকা মর ,
কেউ মর পরশু ।


কেউ ভাষার জন্য মর , কেউ আশার জন্য,
কেউ দেশের জন্য , কেউ বিদেশের জন্য ।
কেউ মর সড়কে , কেউ মর তর্কে ,
কেউ আগুনে , অভাবে ভাতে-নুনে ।


কেউ মরবি চাঁদাবাজের হাতে ,
গুমে মরবি কেউ চাঁদনী রাতে ।
কেউ মরবি শিল্প কারখানায় ,
কেউ মরবি নর্দমায় , জেলখানায় ।


মরবি সবাই মরবি ,
এদেশে তোদের আর কে বাঁচাবে ?
কবি শামসুরের মত আমিও কমু ,
এই সোনার বাংলা কি শহীদ মিনার হয়ে যাবে ?


- মাতাল কবি