কিছুক্ষণ আগে নাকি তীব্র এক ভয়াল ভূমিকম্পে-
কেঁপে উঠেছিল সারা দেশ ।
আপনজন সব ভয়ার্ত হৃদয়ে করেছিল-
কোন আপন্ন আপনের খোঁজ খবর ।
সবাই নাকি প্রবল ভয়ে ছুটেছিল,
খুব সখের আবাস ফেলে আর-
নাস্তিকের মুখেও নাকি আস্তিকের মতো,
নীরদ নয়নে ফুটে উঠেছিল-
ঈশ্বর আমাকে রক্ষা করুন ।


যে সব রাজনৈতিক জনপ্রতিনিধি,
দেশ বাচাও বলে করছিল হুঙ্কারা,
তারাও নাকি- বাঁচাও ! বাঁচাও ! ধ্বনিতে,
জনস্রোতে করেছে প্রস্থান ।


হয়ত,প্রেমিক-প্রেমিকার আলাপনের নতুন মাত্রা,
শিশুদের শেখা নতুন শব্দ আর
গোলটেবিলের বৈঠকে যোগ হল-
আজকের এই ভয়াল ভূমিকম্প ।


এমন বিরাট এক ভূমিকম্পে -
এত কিছুর হল রদ-বদল আর
শুধু, আমি কিছুই টের পেলাম না !
কি হতে পারে এই অদ্ভুত কারন ?
হয়ত, তোমার প্রেমে আমার হৃদয়ের গহিণে,
যে অদৃশ্য তীব্র কম্পন চলছে-তার মাত্রা,
পৃথিবীর সব ভয়াল ভুমিকম্পকেও হার মানায় ।


-মাতাল কবি