সাত’শ কোটি মানুষকে সাক্ষী রেখে ...
আমাকে তুমি যতটা নিঃস্ব ভাবছো
আমি ততটা দীর্ণ নিঃস্ব নই ।
আমার পাশে আছে আদৃত বিচিত্র মনের
সাত’শ কোটি মানুষ ।


তোমাকে পাব কিনা জানি না,
তোমার ভালোবাসার কাছে হয়ত
কোহিনূর নামের হীরাটিও ম্রিয়মাণ ।
তবুও আমি হৃদয় দিয়ে কিনতে চাই-
তোমার নিখিল মেদুর ভালোবাসা ।


ভেবো না তোমার মূল্য দিতে
আমি পলাতক সম্রাটের মত-
পেছপা হব অথবা হব প্রব্রাজিত ।


আমাকে তুমি যতটা নিঃস্ব ভাবছো
আমি ততটা দীর্ণ নিঃস্ব নই ।
কেননা, আমার পাশে আছে
এ পৃথিবীর সাত’শ কোটি মানুষ ।
এ সাত’শ কোটি প্রান,
সাত’শ কোটি মুখ,


সাত’শ কোটি মানুষকে সাক্ষী রেখে-
তোমার কোমল হাত দুটি ছুঁয়ে,
বলতে চাই – তোমাকে ভালোবাসি ।
তোমার আমার পৃথিবীতে আজ সাত’শ কোটি মানুষ,
কোথায় তারা ? তারা চিৎকার করে বলুক-
আমরা শুনেছি , আমরা অগ্নি সাক্ষী ।


-মাতাল কবি