যখন লিখতে গিয়ে কলমের কালি ফুঁড়িয়ে যায়,
তোমার কথা মনে পড়ে,
তোমার ফুঁড়িয়ে যাওয়া ভালোবাসার কথা ।
কতই না ভালবাসতে আমায়-
শুধুই আমায় ভালোবাসতে,যখন ভালোবাসা ছিল।
প্রতিদিন দেখা না হলে-
তোমার ভাসা ভাসা ডাগর চোখে,
বসতি করতো কত মেঘমালা,


আমায় দেখে তা বৃষ্টি হয়ে অবিরাম ঝরে পড়তো ;
তোমার অদ্ভুত মায়াবিনী দু'চোখে ।
আমি ভাবতেই পারতাম না-
পৃথিবীর কেউ এত ভালোবাসা জানে,
কেউ আমাকে,আমার মত করে ভালোবাসতে পারে?


এখনও আমি তোমার ভাবনায় পারাজিত,
তোমার মত এমন ভাবে কাউকে কেউ ভুলতে পারে?
তোমার হাতে যখন হাত রেখেছিলাম-
এমন শান্তির পরশ, আমি কোথাও আর পাইনি।
তোমার কথা যখন কানে ভাসতো,
সত্যি, এমন মায়াবী কণ্ঠ আমি কখনও শুনিনি।
শুধুই ভাবতাম,কেউ কি আছে তোমার মত?


এখনও ভাবি, সত্যি কেউ নেই ,
তোমার মত এমন পাষাণী,এমন কুহুকিনী,
সত্যি আমি আর কাউকে দেখিনি।
তুমি অতুলনীয়, অদ্বিতীয়া, অদ্ভুত পাষাণী ।


-মাতাল কবি