আমার সর্বাঙ্গে আজো তোমার কোমল পরশন ,
আর ক্রন্দসী দুচোখে শুধু বিদির্ণ বর্ষণ ।
এ দুহাতে রেখেছিলে তোমার রাঙা দুহাত ,
এ দগ্ধ বুকে মাথা রেখে কাটিয়েছিলে কত নির্ঘুম রাত ।


চুমুতে চুমুতে অসীম শিহরণে তুমি হয়েছিলে মাতোয়ারা ,
এ ঠোঁট যেন আজ মৃত মরুভুমি তোমার চুমু ছাড়া ।
তীব্র আলিঙ্গনে বেধেছিলে আমার জাত কুল না ভেবে ,
শার্টের বুতাম টেনে ছিঁড়েছিলে যা ছিল তোমার স্বভাবে ।


বহুবার বলেছ চোখে চোখ রেখে শুধু ভালোবাসি ,
এতো কাছে এসেও জানতে চাইতে আরো কাছে আসি ?
তোমার হাত বুকে রেখে বসেছিলাম ঐ দূর পাহাড়ে ,
চুম্বনে ঠোঁট কেটে সোহাগে বলেছিলে - আহারে ।
ফুল নিয়ে মৌনতায় দাঁড়িয়ে থাকতে পথের কোণে ,
রাতভোর কত কবিতা আর গান শোনাতে টেলিফোনে ।


একদিন না দেখে কত যে আনমনা হতে ,
ছুটে এসে ঝাপটে ধরতে যখন কাছে পেতে ।
সেই তুমি আজ হঠাৎ করেই গেলে হারিয়ে ,
আজ শুধু স্মৃতিচরণে তোমায় ভাবি একা পথে দাঁড়িয়ে ।
.
- মাতাল কবি