এ জন্মে ছেড়ে দিলাম তোকে, পরের জন্মে
বাতাস হব তোকে ছুয়ে দেবার আশে।

এ জন্মে আসিশ না আর আমার কাছে, পরের
জন্মে জোর করেই রাখব আমার পাশে।

এ জন্মে মুক্তি দিলাম, পরের জন্মে দিবনা
কোত্থাও তোকে যেতে।

এ জন্মে পর হয়ে আছিশ, পরের জন্মে আকড়ে
থাকব ছায়াটাও দেবনা হারাতে।

এ জন্মেও আশাহীন, পরের জন্মে স্বপ্ন বুনব
পুরন করিস সবি।

এ জন্মে আর বলবনা ভালবাসি, পরের জন্মে তুই
শুধুই আমারি হবি।।

তন্ময় সজীব