আমায় আকড়ে ধরে বাঁচতে যেয়ো না, মেয়ে!!!
আমি যে ভাসমান খড়কুটো?
বাধা পেলে আটকাবো, নয়তো বা স্রোতে ভেসে যাব বিলীন হয়ে।।।


আমাকে জড়িয়ে স্বপ্ন দেখতে চেয়ো না মেয়ে!!!
আমি যে বটবৃক্ষ?
কালের সাক্ষী হয়ে রয়েই যাব, আগুন্তক সবারি পানে চেয়ে।।।


আমাকে নিয়ে ঘর বাধতে চাও কেন? মেয়ে!!
আমি যে যাযাবর?
তাদের তো আপন করতে নেই, তারা তো বরাবরই পর।।।


পথচলা নয়, নয়ত হাতে হাত, কাঁধেচাপা কিছু দুঃখ যদি পার নিতে।
আঘোরে কাঁদতে যদি পার, কিংবা অগোছালো নিয়মগুলো মানতে?


তবেই এস......


আসবে তো!!!!!