দিন যখন এভাবেই বয়ে যায়,
বিষন্ন কিংবা উদাসীনতায়

তখন ক্লান্তির ওপিঠে সজীবতা খুজে মেলা ভার,
রোদের পরতে পরতে অগ্নিশিখা,
হাওয়ার গায়ে ফোস্কা উঠা দাগে,
তন্ময় হয়ে চাতক হবার সাধ জাগে।

তার চোখের দিকে তখনো কিছু দেখা হয় না!
আমি হলে আকুলতা থাকত??

তার ওষ্ঠের দিকে তাকাই,
যেন তৃষ্ণা একা আমারি।
আমি হলে ব্যাকুলতা থাকত স্বপ্ন বোনার।

তার মাঝে নিজেকে খুজছিলাম,
অবশেষে নিথর দেহ পেলাম কালেরফেরে।।।।।