রংতুলিতে এঁকেছি আমি
একুশ তোমার চিত্র
দেশদ্রোহীরা অনেক বছর
সেজে ছিলো মিত্র।
আমার মায়ের ভাষা কেড়ে নিতে
করেছে হাজার চেষ্টা
আমার ভাইয়ের রক্তেও তাদের
মেটেনি কভু তেষ্টা।
সেদিনের মতো ছাত্রসমাজ
দেয়না আর স্লোগান
একুশ এলেই মায়ের ভাষায়
গাই মধুর সুরে গান।
সারাবছর থাকি ভুলে আমরা
পড়েনা কভু মনে
ছেলেহারা মা পারেনা ভুলতে
ছেলেকে ভাবে ক্ষণে ক্ষণে।
একুশ আমার পদ্মা মেঘনা
ব্রম্মপুত্র নদের ধ্বনি
একুশ মানে সূর্য সন্তান
ছেলে হারা মায়ের অশ্রুভেজা বাণী।