তোমায় পলাশ ফুলের হার পরাবো
কৃষ্ণচূড়ার খোঁপা দেবো চুলে।
আবীরের রঙ্গে মন রাঙ্গাবো
সব মান অভিমান ভুলে।


তোমার চোখের দিকে তাকিয়ে বলবো
জমানো সব মান-অভিমানের কথা
অপরুপ দৃষ্টিতে তাকিয়ে তুমি
যেন বুঝেছো সব লুকোনো ব্যথা।


তোমার কাজল কালো চোখে সেদিন
দেখছি যেন পৃথিবীর সব মায়া
অতঃপর তোমায় পেয়ে মুছে গেলো
লুকোনো যন্ত্রণার সকল ছায়া।