যদিও মেলেনি মহাকাশ মাছের খোয়াড়ে, মাদাগাস্কার
চষে একটিও সুখী বাওবাব, তবুও সন্ধ্যে হলেই জুজু
যেন আদ্র বিছানায় রেখে যাওয়া কালোচুল, বিম্বিসার
বিস্মৃত পুথিপাঠের অমাবস্যায়, ছাদে উঠে কাঁদে পঞ্চবুবু৷


যদিও ফুরোলে দিন কিরিচের লালে, মৃত আরশোলা
আর তার সন্ততিদের শবযাত্রা শেষ, তবুও ঘসেটি ঘুঘু
হঠাৎ মজে গৃহপালিত খুদে, তাঁতঘরে মাকুন্দ জোলা
জ্বালায় তার শখের আগুন, চুড়ি হাতের ছুড়ি পঞ্চবুবু।