শিশু মন আজ হইয়াছে নষ্ট
দেখিয়া মনে বড় কষ্ট ;
ইহার জন্য দায়ী তাহাদেরই জ্যেষ্ট্য
চাপ দিয়া করে রেখেছি তাদের আরষ্ট !
                       পিতা মাতার শাসনের জেরে
                       ঘরে বসে ভিডিও গেম খেলে ;
                       না পায় তারা আন্ন্দ
                       শ্রাবণের বরষায় স্নান করে ;
                       বা ভরা জ্যষ্ঠের দূপূরে
                       আম গাছে ঢেলা মেরে !
বাল্যকাল রইল না আর
শুরূ থেকে মাতা পিতা ভাবতে থাকে ;
সন্তান কে ভাল শিক্ষা দিতে
দূরে পাঠানো দর্ কা র !


                        যৌবনে সন্তানের স্ম্রতিতে থাকে না
                        মাতা পিতার স্নেহ বা আবদার ;
                        কিন্তু বয়স বাড়লে বলে
                        সন্তানেদের কাছে থাকা দরর্কার !!