আমি হয়েছি আজ প্রবীন
আমার স্ংবেদনা বোঝে না নবীন
মনের কথা জানা দূর কথা বলিতেও কারপন্য
আমাদের নবীনেরা ধন্য !


নেই তাদের সময় কথা কইবার
দেখা হইলে বলে হায় !
সারা দিন হায় ! হায় !
করে যায় ;
প্রবীনের গা পিত্তি জলে যায় !


  হায় রে নবীন !
  জানেনা কোথায় পাবে তারা
  সোনার    হরিণ  !


   ছুট ছুট, ধর্ ধর
   অন্যের চেয়ে এগুব তর তর
   জানে না, সূখ, আন্ন্দ কোথায় ?