আমি পাপী নয় মহারাজ, আমি দ্রোহের শিকার
আমার অপরাধ আমি সত্য বলি,
আমার অপরাধ আমি ঘুষের বিরুদ্ধে বলি,
আমি কারো গোলাম হতে চাই না মহারাজ,
আমি স্বাধীন ভাবে বাঁচতে চাই,
এই কি আমার অপরাধ? মহারাজ!
তুমি যে সত্য বলছো তার প্রমাণ কি?
হোক অগ্নি পরীক্ষা! আয়োজন করো,
আগুনে হাটবে, পা না পুড়লে তুমি সত্য,
মুক্তি পাবে তুমি, পাবে সোনা, পাবে রত্ন,
একি মহারাজের বিচার!
এই শূদ্র চুপ থাক তুই,
তোর থেকে শিখবে মহারাজ, মন্ত্রীর চিৎকার
আগুনে হেটে পুড়ে ছায় হলো শূদ্র,
মুক্তি পেয়ে গেল সহজেই, তাই না?
এটাই আইন, আইন মানেই সুবিচার!
পাপী বলেই পুরে খাক, নাহয় বেঁচে যেত!
কিন্তু, শূদ্রের আত্মা এখনো বলছে,
আমি পাপী নয় মহারাজ, আমি পাপী নই!