ওহে মশাই, কোথায় তোমার গন্তব্য?
মশাই কহিলেন, ইচ্ছে নাই করার মন্তব্য!
রাগলেন নাকি মশাই? এত ব্যস্ততা কিসের?
আমি তো ব্যস্ত নই,ব্যস্ততা হবে কিসের?


মশাই কহিলেন, পাথেয় অন্বেষণ করছি মশাই
এত বড় পথ, পাড়ি দিব বল কার আশায়?
কেউ রবে না সাথে পর কিংবা আপন
রবে না বাবা-মা কিংবা ভাই-বোন।


কোথায় যাবার পাথেয় খুঁজছো তুমি?
ঐ গন্তব্যে কি কখনো, যাব না নাকি আমি?
অবশ্যই যেতে হবে, শুধু তুমি নও
যাবে প্রজা,যাবে মহান রাজা-বাদশা ও!


যে পাথেয় খুঁজে সেও যাবে, যে খুঁজে না সেও
যত ক্ষমতাবান হোক না কেন, ছাড় পাবে বা কেউ!
যে বুঝে না, বুঝবে সেদিন, সকল দম্ভ ভাঙবে যেদিন
মহান মালিকের সম্মুখে,অসংখ্য মানুষ দেখবে সেদিন।


দেখবে সন্তান, দেখবে স্ত্রী, দেখবে বাবা-মা
কেউ তার পক্ষে আসবে না, নিজ সত্তা ছাড়া
উদাসীন পাগলের মতো ছুটবে সর্বজন
সাহায্য করার জন্যে থাকবে পাশে শুধু একজন


সেই একজনের পথে চল লেই সংগ্রহ হবে পাথেয়
পাবে এ পারেতে শান্তি, পাবে ঐ পারেতে ও,
ভাব নিজেকে নিয়ে, খুঁজো সত্য
পেয়ে যাবে উত্তর, খুলবে সব রহস্য।