যে মাঝির বারিধির ঊর্মিমালায় ভয়,
তিমিররাতে সমুদ্র পাড়ি দেওয়ায় ভয়,
সেই মাঝি আর যাইহোক,
মাঝি তো কখনোই নয়!


যে যোদ্ধার,মৃত্যুর রণাঙ্গনে ভয়,
অস্ত্রহাতে শত্রু দমনে ভয়,
সেই যোদ্ধা আর যাইহোক,
আদতে যোদ্ধা তো সে নয়।


যে বিদ্রোহীর বিপ্লব ঘটাতে ভয়,
কারাগারে বন্দি হওয়ায় ভয়,
সে আর যাইহোক,
কখনোই বিদ্রোহী সে নয়৷


যে সংগ্রামীর, সংগ্রাম করতে ভয়,
প্রতিকূল পরিবেশে টিকে থাকায় ভয়
সে আর যাইহোক,
কভু সে সংগ্রামী নয় ।


যে বীরের নেতৃত্ব দানে ভয়,
অস্ত্র, রণাঙ্গন,মৃত্যুতে ভয়,
সে আর যাইহোক,
আদতে সে কভু বীর নয়!!