ভালোবাসা! কথা টার মানে বুঝা,
আগুনে ঝাপ দিতে শেখা।
সত্য বলতে তুমি ব্যতীত আমি,
হাজার হাজার মানুষ সত্ত্বেও একা।
মনের ঘরে কে যেন আলো জ্বেলে,
অন্ধকার ঘর টাকে সাজিয়ে তুলে।
আপনার জন্য নই, তার জন্যে,
মালা গাঁথি আমি ফুল তুলে।
বকুলের মালার ঘ্রানটাও,
তুমি ব্যতীত ইন্দ্রিয়গ্রাহ্য হয় না।
বৃষ্টির ফোটা গুনতে গুনতে,
মনে হয় তুমি নুপুর পায়ে হাটছ।
বৃষ্টির সুরের মৃদেঙ্গে সেই সুর
শুনছি ফোটা গুনতে গুনতে।
বলবে এত আনমনা তুমি?
না, আনমনা নই, তোমায় খুঁজি,
প্রতিটি প্রকৃতির রূপে,
দেখি তোমায় শুধু তোমায় দেখি।
তোমায় যত দেখি শ্রদ্ধা বাড়ে,
ভালোবাসি বলাটা হয় না।
বলবো ভাবছি পরিস্থিতি মোরে,
সব খুলে দিয়ে মুখ চেপে ধরে,
তোমায় খুঁজি প্রতিটি ক্ষণে ক্ষণে,
বলবো এটায়,তুমি আছো মনে।