আজ বাঁচার ইচ্ছে নাই আমার, খোঁজে পাই না পথ,
ইচ্ছে ছিলো আকাশে উড়ার, ছিলো মনোরথ,
স্বাধীনই তো ছিলাম আমি, হঠাৎ কখন কবে?
তাকিয়ে দেখি শেকল হাতে, হইচই কলরবে,
এ তো বন্দি আত্মার হাহাকার, বন্ধ জমা কথা,
ঘুমাই আমি, আবার জাগি, মনে শত ব্যথা,
বন্ধু খুঁজি,বলব দুঃখ, থাকব হাসি-খুশি,
বন্দি আমি, কোথায় পাবো, বল বন্ধু শুনি?
মনটা আমার ছুটে যে যায়, মুক্ত আকাশ পানে,
নীড়ে ফেরার স্বপ্ন দেখি, শুধুই নাড়ির টানে,
নীড়েও এখন আঁটে না আমায়,বড্ড বড় হলাম,
নিজের জন্য নীড় তৈরির, দায়িত্ব কাঁধে নিলাম,
কাঁধে নিয়ে ছুটলাম আমি, জানা-অজানা পথে,
সুখের আশায় বাহিরে এলাম, সুখী হওয়ার মনোরথে,
এ দ্বারে যায়, ও দ্বারে যায়, খুঁজতে থাকি সুখ,
সুখের আশায় দিলাম জীবনে, নিষ্ঠুরতম দুখ,
ভাবলাম করি দুঃখের সাথেই চল করি সন্ধি,
কত বোকা আমি, ভুলেই গেলাম, আমি যে তখন বন্দি,
উপড়ে আছে অনেক মানুষ, গলায় বড়ই নাক,
কী করবো আর, আমি এখন,প্রকৃত তীর্থ কাক!!!