হে প্রিয় মুখ,
আমি কেন তোমায় দেখি সর্বত্র?
ফুলের পাপড়ির মাঝে,
লতানো গাছের তরু লতায়,
রবির কিরণে জ্বলজ্বল সলিলে,
আকাশে তারার মেলায়।
হে প্রিয় মুখ,
তুমি-হীনা সবকিছু কেন এত শূন্য?
হাজার মানুষ স্বত্ত্বেও শহর নির্জন,
প্রবাহমান নদী যেন স্থীর,
ঢেউগুলি যেন ছন্দ হারিয়ে ফেলেছে,
শক্তি হারিয়েছে যে বীর।
হে প্রিয়তমা,
তুমি কি হবে না নাকি আমার? নাহলে যে,
তারার মেলা আর দেখা হবে না,
বৃষ্টিতেও আর ভেজা হবে না,
যাওয়া হবে না প্রিয় জায়গাটায়,
সকল ইচ্ছে ধুকবে হৃদয় কোণায়।
বলি তোমায় প্রিয়তমা,
আমি ভালোবাসি তোমায়, ছলনাকারী নই,
তোমার ভালো থাকায় আমার ভালো থাকা,
যত কষ্ট না হয় সহ্য করলাম আমি,
তবুও, প্রিয় ভালো থাক তুমি।