মুক্ত জানলার ফাঁকে আঁখি ছুটে দূরে বহু দূরে
যেখানে আকাশ মেঘের খেলা।


এবেলা অবেলা রাত্র বা দুপুরে,মন যে বড় আনমনা।


কিছু চাওয়া পাওয়া, লোভলালসা ঘৃণা অদ্ভুত যন্ত্রণা।

পথ যে দিশেহারা, চাল চুলো ছাড়া, বিক্রিত মন বড় আনমনা।


মুক্ত বাতাসে নব চিত্তের বৃত্তাংশে উন্মোচন অনুভূতির ছোয়াঁ।


সেখানেও আসে, খেয়ালে চিন্তা নতুন সাজে- সে আমার নিতান্ত একক ভালো লাগা।


দিশেহারা মন - ফের জালাতন,
সন্ধায় -সন্ধানে সে কি অপরিচিতা!


আরও একবার বিন্যাস অজুহাতে,
আমি আনমনে একাকিত্ব সাথে ভাবনা সংখ্যাতিক,
নিঃস্বার্থ সবিশেষ, আপন মন ফিরেছে শুধু একলা।