এমনই যেমন সুনালী আকাশ মুক্ত বাতাস হাওয়ায় দুলে কাশ।


পথ থেমে কেনো এতো আধার, চির সুরঞ্জিত মনো বাহার।


সপ্নগুলোকে জাগিয়ে তুলছে আবার।


মেঘ জমেছে বলে কালো আধার, নৈঋতে জাগ্রত  রহস্যের রুপোলী চাঁদ,
থমথমে রাতিয়ানের পথের চারপাশ।


একা সান্ত্বনা নামে খুঁজে বারবার মনো চাপ,
শেষ বেলায় নাই কি চোখে কিছু দেখার?


মুগ্ধ মায়ার মোহনজালে হৃদয় করেছো ছারখার
জয়ের আশায় বুক বেধে নিরো লাভ।


জীবন নিঃস্ব করে রমা বিবালা করোনা বিলীন, জীবনে রয়েছে নানা রকম বাধার প্রতি গাদ ।


তাই বলে কি হেরে যাবে, ফিরে যাবে
মনে এনো দুঃসাহসিক মনোবল বাকি সব পরে থাক।