মনটা ভালো নাই,ভাবছি দূরে নিবো ঠাই
অগোছালো জীবনের কোন দাম নাই।


মানুষ  মনুষ্যত্বে চাপা পরে আছে তাই অবেলায়,
শেষ বেলায় নাই কিছু করার নাই,তাই তো থেমে যাই।


নিরবে নির্বতে কেঁদে যাই, নয়ন জুড়ায় কোন অশ্রু ফোঁটা নাই।


শুধু হৃদয় গ্রহীনে পোরা ছাই, ভালো থাকার অভিনয় এই বেলায়।


নিরবে নির্বতে হাসি গুলো আজ কাঁদায়, ফিরবো না তাই।


চলে যাবো অজানাই, যেখানে কেউ দেখার নাই।


হাসি কাঁদি শুধু একলাই, এ জীবন নিঃস্ব - ওগো প্রিয় কি করে দিবো ঠাই।


জ্বলেছে আগুন জলে, কি দিয়ে নেবাবো, আমি যে বড়ো অসহায়।


সন্ন্যাসী বেশে যাবো তাই নতুন ঠিকানায়,,,,,,