ইহাই কি জীবন যেখানে ভালো থাকা মানে অভিনয়
ব্যস্ত নগরী অশান্ত সময়, অচেনা মুখের ভিরে চেনা মানুষ পরে রয়।


সন্তুষ্টি নয় এ সৃষ্টি বিচ্ছেদের মহা প্রলয়
অবিরাম অন্তহীন বিমূর্ত রূপের বিবর্তনে চিরচেনা এসময়।


ইচ্ছে টা বেখেয়ালি অপেক্ষায় অবক্ষয়
নিমজ্জিত এ স্বাধীনতা চোখে দেখা পরাজয়।


মুক্ত বিহঙ্গে ছুটে চলা ডানা অস্তিত্ব নিয়ে কথা কয়
একরাশ হাসি প্রস্থানের ডাকা আর্ত চিৎকারে থেমে রয়।


যে পথে আলোর সন্ধানে গতিময়
সেপথ কেনো অনিশ্চয়তায় নিবো নিবে আলোয় আলোময়।


আরও একবার ধরণী তোমায় ঠকাতে পেরেছে
বলে পিছনে চলে এ-সময়।
রদ্বনয়নে বিমর্ষতা অমঙ্গল ছাড়া কিছু নয়।