এতো কষ্ট কেন মনে ডুবে যায় আঁধারে
কিছু চাওয়া না পাওয়ার গ্লানি বয়ে বেড়ায় আবেশে।


হারিয়ে যায় বনে , শেষ সীমা খুঁজে খুঁজে গ্রহীনে।


পাই না সব যে আজ দুরাশা,
অদ্ভুত এ জীবনে কেন এতো নিরাশা।

চিৎকার করে আসে না জল দুটো চোখে,
শেষ সবি শেষ, অনন জ্বলে এ হৃদয়ে

ভাঙ্গা কাচ আর এ ভাঙ্গা সাজ
বড় অদ্ভুত এ সমাজ, নিয়তি লেখে দেয়া যেন তার কাজ।