গোধুলীর প্রান্তে মাঝি মল্লার হাক ডাক ভেসে আসে দূর দূরান্তে।


গ্রাম্য বঁধু কি শোনে, চেয়ে কেন আনমনে।
আকাশ কালো মেঘে ছেয়ে মাঠ ঘাট আঁধারে।


মাটি আকাশ নব মিলনে, ভিজে গেছে ভারি বর্ষনে।


তরি বেয়ে বৈঠার ধ্বনি তে রুম ঝুম সুরে ঘাটে আসে কে?


ভেজা শরীর রুক্ষ কাশিতে, প্রাণ ফিরে নব জীবনে এ যে ফিরে পাওায়ার সুর আনন্দ মধুর।


কিছু সুখ ধরা দেয় শিহরণ জাগিয়ে,
ভাঙ্গা কুটির তেল চিক্তিত বালিশে, স্বপ্ন শান্তিতে নব মিলনে।


মন প্রান নিরবে,চাওয়া পাওয়া সব মিটেছে আত্মার প্রশান্তিতে।