মনে পরে তোমারে  দিবা নিশিতে, আমার মন ব্যাকুল হয় না দেখিলে।


কিসে জরাইয়া ছোঁ আমারে, আকুল হয়ে খুঁজি তোমারে।


মন চঞ্চল,বিষন্ন ভগ্ন হৃদয় ঢাকা পরে আধারে,
বিষাদেও দেখি যদি তোমারে মন তৃপ্তি আসে হৃদয়ে।


রাত জাগা পাখি ডাকে যখন নিশি প্রহরে, খুব ইচ্ছে করে ছুয়ে আসি তোমারে।


রাতের তারা অন্ধকারে যত জ্বলজ্বলে,
ঠিক ভালবাসি ততো আনমনে।


যদি পাতা ঝরে, যদি ফুল না ফোটে,
তুমি ফোটে মন ঝিলে নানা ফুল হয়ে।


তুমি ফুল আমি সুতো গেঁথে রবো দেয়ালে,
ঝরলে নয়ন ভেজাবে আমিও ঝরিয়ে।