কবি' র দেখা পেয়েছিলো কবে এই ধূসর প্রান্তর?
শিল্প-সাহিত্য থেকে দূরে, বহু দূরের তেপান্তর!
তুমি বরেন্দ্রভূমির বরপুত্র- তানজিৎ রবিদাস,
রুক্ষ এই জনপদে জাগালে, নব প্রাণ উচ্ছ্বাস।
তোমার কবিতা কথা কয়, কল্পনায় আঁকো ছবি,
তুমি আমাদের খেটে খাওয়া, গণ মানুষের রুদ্র রবি।
তোমার কবিতায় আসুক ওঠে, মানুষের অধিকার
না বলা কথাগুলো বলে উঠো অকস্মাৎ!
বঞ্চিতদের মর্মবেদনা, অব্যক্ত কথামালা,
আশা-আকাঙ্ক্ষা, তুমি স্বপ্নের ফেরিওয়ালা।
মানবতার গান গাও, জাগাও প্রাণ উচ্ছ্বাস!
তুমি বরেন্দ্রভূমির বরপুত্র- কবি তানজিৎ রবিদাস।