এ মনের মনিকোঠায় শুধু তোরই ছবি,
তুই যে আমার ধ্রুব সত্য প্রণয় রবি।


তোর মন গহীনে আমার চলাচল,
তোকে ছাড়া কোথায় যাব বল?


নীল প্রজাপতি এসে গেছে লাল গোলাপ ফুটেছে বাগানে,
বাহারি রঙে বর্ণিল পৃথিবী হলো এই ক্ষণে।


মোহনবাঁশিতে ভেসে আসে প্রেমের সুর,
সাধ্য আছে কি গো আর একা থাকার,
তুই আমি মিলে মিশে হয়ে গেছে একাকার।


এ মনের মনিকোঠায় শুধু তোরই ছবি,
তুই যে আমার ধ্রুব সত্য প্রণয় রবি।


পাখির মত দুজন করবো কূজন
ফুলের মত সাজাবো জীবন
ভালোবাসার মহাকাব্য রচিব
তোর জন্য আমি যুদ্ধা হব


আকাশের বুকে সাদা মেঘের পালকি,
চলনা দুজন মিলে সেথায় ভাসি।
জ্যোৎস্না রাতে চাঁদের আলো অজস্র তারার মেলা,
লিলুয়া বাতাসে খেলবো দুজন আদিম খেলা।


সাগরের নীল জলে করবো স্নান,
গেয়ে যাবো অন্তহীন প্রেমেরই গান।


এমনি করে অজস্র বছর রইবো তোর বুকে,
ইহজনম পরজনম জনম জনম ধরে।


এ মনের মনিকোঠায় শুধু তোরই ছবি,
তুই যে আমার ধ্রুব সত্য প্রণয় রবি।