ক্ষুধার তীব্র জ্বালা, পেটে জ্বলে আগুন
হা-ভাতে থাকছি, জ্বলছে না তো উনুন।
বলতে না রি, কইতে না রি, সইতে না রি গো!
নিঠুর দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ খোঁজ রাখে না তো!
এখন বুঝি কেমনে করে গরীব, অসহায় নিত্য উপবাসী,
অন্যদিকে ধনীর দুলাল অপচয় করে, করে হাসাহাসি!
নষ্ট করে খাবারগুলো, ডাস্টবিনে তে ফেলে,
নিদারুণ পরিশ্রম করে আমাদের শাকান্ন ও জোটেনা কপালে।
মুদ্রাস্ফীতি বুঝিনা বাপু, বুঝিনা তোদের উন্নয়ন
নানান কথার ফুলঝুরি তে খুঁজে পাইনা পেট ভরার কারণ
উচিৎ কথা বলতে গেলে আছে কিন্তু বারণ
ক্ষীণ গলায় হয়না তো আওয়াজ বের
তবু বাবুরা বলে, গলাবাজি করিস ব্যাটা, ঢের
মামলা খাবি, জেলে যাবি, মানুষ হবি তখন!
আমরা তো আর মানুষ নয়তো, হতে চাই রাক্ষস
ভদ্র বেশী বাবুদের মস্তক করিব ছিন্ন
ক্ষুধার তীব্র জ্বালায়, খাবো সব গোগ্রাসে
পৃথিবীটা হবে আমাদের অভয়ারণ্য।