আকাশের কাছ থেকে চাতকের মতো,
এক পশলা বৃষ্টির জল ধার চেয়েছিলাম।  
অবশেষে নামল যখন শ্রাবণের ধারা,
ভিজলাম দুজনে মনের সুখে ইচ্ছেমতো।
মনে হলো এমনি শ্রাবণ ধারা,
যদি বারবার ফিরে না আসে!
মোহাচ্ছন্ন আবেগের মাঝে আনন্দের অশ্রু,
হারালো তোমার ভেজা চুলের আড়ালে।
মিষ্টি সুখের মাঝে লুকানো সে অশ্রুটুকু,
বিরহের অবসানে ঝরালে তুমি সংগোপনে।  
শ্রাবণের জল আর তোমার অশ্রু,
অবশেষে মিশে গেলো মিলনের মোহনায়।
কখন যে হয়ে গেলো এক সাগর নোনা জল,
বুঝতেই পারিনি আমরা দুজনের কেও।    
প্রকৃতির উজাড় করা সিক্ত ভালোবাসায়,
মিলেমিশে আমরা হয়েছি শুধু একাকার।
সেদিনের সে শ্রাবণ ধারা দুজনকে করেছে ঋনী,
দিয়েছে আজীবন একসাথে চলার প্রেরণা।