রাতের বিছানায় নির্ঘুম চোখে একাকী যখন,
গাঢ় আঁধারের মাঝে ভাবছে তোমার মন।
একটু সুখের পরশ পেতে,                                            
কেউ একজন এসে মোহনীয় সে রাতে।
বললো-তোমায় আমি ভালোবাসি,
তখন আমাকে মনে পড়ে কি মানসী ?


শ্রাবণ দুপুরে জানালার পাশে রয়েছো বসে,
সরোবরে তখন জলকেলিতে মত্ত দুটি রাজহাঁসে।
সানবান্দা ঘাটে নববধূ এক স্নান রত
লাজুক চোখে চেয়ে আছো তুমি অবিরত।
মনের ভিতর বেজে উঠে মোহন বাঁশি,
তখন আমাকে মনে পড়ে কি মানসী ?


ড্রেসিং টেবিলের আয়নার সামনে যখন বসো,
নিজের চেহারাখানা দেখে মিটিমিটি হাসো।
নিজেকে সাজাতে গিয়ে মনে কত ভাবনা আসে,
স্বপ্নের রাজপুত্র এই বুঝি দাঁড়ালো পাশে।
বললো-কেমন আছে ওগো আমার উর্বশী,
তখন আমাকে মনে পড়ে কি মানসী ?


বিদায়ের ক্ষণে সেদিন ছিলো বিরহ বসন,
না বলা শেষ কথাটুকু বলতে পারনি তখন।
আঁখি দু’টি ছলছল, হৃদয় জুড়ে ব্যথা,
সে দিনের সে না বলা কথা-
তোমায় বলেছিল কেও একবার আসি,
তখন আমাকে মনে পড়ে কি মানসী ?