সময়ের প্রেক্ষিতে সব চাওয়া পাওয়া,
জানা অজানা সবই রয়ে গেলো আজও বাকী।
সুভাষিত ফুলের মতো রূপ লাবণ্যে ভরা দেহ বল্লরী,
সুঠাম দেহ, যশ, খ্যাতি সবই
কুঞ্চিত হয়ে যায় একরাশ হতাশা নিয়ে।
সব কিছুকে নিয়তি ভেবে,
সব মেনে নিয়েই চলছে জীবনের গতি।
ধীরে ধীরে এগিয়ে যায় অসীম গন্তব্যে.
তার পরও মিটে না জীবনের স্বপ্ন সুধা পানের ক্ষুধা!
পৃথিবীতে যে যার ভাবনা নিয়ে থাকুক,
নিরন্তর ছুটে চলুক না সুখের সন্ধানে।
না পাওয়ার অতৃপ্তি নিয়েই একদিন
এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে,
শুধু এটুকু বুঝলেই যথেষ্ট।
চাইলেও সব আশা যখন থেকে যাবে অপূর্ণ,
তখন কেন শুধু শুধু বাড়াবো মনের যন্ত্রণা।
শুধু আমরা নই, পৃথিবীর একটা মানুষও
বলতে পারবে না, সে যা চায় তা পাবে।
তাই আজকের দিনটির জন্য হলেও
চলো দেখি সুখী হতে পারি কিনা?
আগামীকাল সকালে সূর্যটা ঠিকই ফিরে আসবে,
তুমি আমি ফিরে নাও আসতে পারি!